বশেমুরবিপ্রবি বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হলেন জাকিয়া সুলতানা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানা মুক্তা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।তিনি সহকারী অধ্যাপক পদে উন্নীত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দও তার সাথে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন।

২০১৩ সালের ৩১ জানুয়ারি অানুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে বাংলা বিভাগ। যাত্রালগ্ন থেকেই বিভাগের প্রথম এবং কর্তব্যপরায়ণ শিক্ষক হিসেবে যোগদান করেন জাকিয়া সুলতানা মুক্তা। তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও কর্মপরায়ণতার সঙ্গে তার গুরুদায়িত্ব পালণ করে অাসছেন। তার যোগদানের পরেই বিভাগে যোগদান করেন বিভাগের বর্তমান সভাপতি মোঃ অাব্দুর রহমান। তারপর মুমতাহানা মৌ এবং সবশেষে সানজিদা হক মিশু।

Post MIddle

জাকিয়া সুলতানা মুক্তা’র হাত ধরেই প্রথম দিকে বাংলা বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অাত্নপ্রকাশ করে। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলা বিভাগের পরিচিতি বিশ্ববিদ্যালয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে তার সহকর্মী হন মোঃ অাব্দুর রহমান, মুমতাহানা মৌ এবং সানজিদা হক মিশু।

বর্তমানে বিভাগের সফল সভাপতি মোঃ অাব্দুর রহমানের নেতৃত্বে বাংলা বিভাগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্য বিভাগের মডেলরূপে পরিগণিত হয়েছে। বিভিন্ন দিবস গুরুত্ব সহকারে পালণ, সংস্কৃতি-সাহিত্য চর্চা, খেলা, ভ্রমণ প্রভৃতি সর্বক্ষেত্রে বাংলা বিভাগ এগিয়ে চলেছে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য সব বিভাগকে পেছনে ফেলে। বিভাগের স্তম্ভ দাঁড় করানো সম্মানিত চার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বশেমুরবিপ্রবি’র বাংলা বিভাগ প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে অদূর ভবিষ্যতেও।

পছন্দের আরো পোস্ট