খুবিতে তিনদিনব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইউএসএআইডি’র অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন এশিয়া ফারমার-টু-ফারমার প্রোগ্রামের আওতায় স্বেচ্ছায় কারিগরী সহযোগিতা প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত “এপ্লিকেশন অব আর প্রোগ্রাম ফর এডভ্যান্সড স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস ইন এগ্রিকালচারাল রিসার্র্চ” শীর্ষক তিনদিনের এক প্রশিক্ষণ ১৫ মার্চ, ২০১৭ তারিখে শেষ হয়। শেষ দিনে জীববিজ্ঞান স্কুল সভাকক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Post MIddle

প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সনদপত্র বিতরণ করেন। উপাচার্য বলেন উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন এশিয়া ফারমার-টু-ফারমার প্রোগ্রাম গুরুত্বপূর্ণ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিনে সফটওয়্যার ও প্রোগ্রাম নিয়ে যে আলোচনা হয়েছে তাতে আমাদের শিক্ষকবৃন্দ উপকৃত হয়েছেন। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে উইনরকের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। এ সময় বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, উক্ত প্রোগ্রামে একমাত্র প্রশিক্ষক ছিলেন ইউএসডিএর দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ থমাস সালি। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ২১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট