রাবিতে চালু হচ্ছে ক্যাম্পাস রেডিও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে চালু হচ্ছে ‘আরইউ ক্যাম্পাস রেডিও’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন আগামী ১৯ মার্চ এ ক্যাম্পাস রেডিওর উদ্বোধন করবেন জানিয়েছেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে।এদিকে রেডিও চালুর উদ্যোগকে সামনে রেখে ১৪ মার্চ মঙ্গলবার থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সপ্তাহব্যাপী কর্মশালা শুরুহয়েছে। এ কর্মশালায় বিভাগের বিভিন্ন বর্ষের ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

কর্মশালার উদ্বোধনীতে ক্যাম্পাস রেডিও এর উপযোগিতা, শ্রোতা বিশ্লেষণ, জনপ্রিয়তা অর্জন, সংবাদ ও অনুষ্ঠান প্রযোজনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালার অন্য দিনে ক্যাম্পাস রেডিও বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করবেন।

Post MIddle

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে, বিভাগের শিক্ষক শাতিল সিরাজ, এবিএম সাইফুল ইসলাম, আবদুল্লাহীল বাকী, মামুন আবদুল কাইয়ুম প্রমুখ।

জানা গেছে, প্রথমদিকে ক্যাম্পাস ভিত্তিক রেডিওটি অনলাইন নির্ভর হলেও পরবর্তীতে তা এফ.এম ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে।##

পছন্দের আরো পোস্ট