চুয়েটের অফিসার মুহাম্মদ ইকরামের গৌরবময় অর্জন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিক্যাল অফিসার প্রৃকৌশলী সৈয়দ মুহাম্মদ ইকরাম ইনস্টিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কর্তৃক প্রদত্ত গৌরবময় সম্মাননা পেয়েছেন।
আইইবি’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত এসোসিয়েট মেম্বারশিপ অব ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (এএমআইই), বাংলাদেশ –এর পরীক্ষায় গত সেশনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় এ সম্মাননা প্রদান করা হয়।
গত ১১ মার্চ আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো: কবির আহমদ ভূইয়ার পক্ষ থেকে এজন্য তাঁকে মেধা স্মারক-২০১৭ ও পদক প্রদান করা হয়। প্রসঙ্গত, সৈয়দ মুহাম্মদ ইকরাম বর্তমানে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।