বিশ্বব্যাংক প্রতিনিধিদলের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন

আজ (১৪ মার্চ) মঙ্গলবার  সকাল ১১ টায় কলেজ শিক্ষার উন্নয়ন সংশ্লিষ্ট একটি প্রকল্পের ব্যাপারে বাংলাদেশে সফরত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ মি. কোন্ গেভেন ও ব্যাংকের ঢাকাস্থ কনসালটেন্ট আসহাবুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুম, আইসিটি শাখা, শিক্ষক প্রশিক্ষন কক্ষ, সিনেট হল ইত্যাদি পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

Post MIddle

পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস, তথ্য প্রযুক্তি দপ্তরের পরিচালক জনাব মোঃ মুমিনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের মোঃ ফয়জুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট