সাদার্ন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন ফেস্ট সম্পন্ন
সাদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্ট -২০১৭ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল সকালে এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমনেশিয়ামে প্রতিযোগিকার সমাপনী দিনে ৭ টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কর্মচারিদের একক ফাইনালে হাসান সরাসরি সেটে সোহেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এডমিন এককের শিরোপা জয় করেন ব্যবসায় প্রশাসনের আরশাদ, রানার্স আপ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের আজম। শিক্ষক এককে শ্রেষ্টত্বের মুকুট পেয়েছেন আইন বিভাগের ফারুক এবং রানার্স আপ একই বিভাগের ইয়াসিন। শিক্ষিকা এককে চ্যাম্পিয়ন ব্যবসায় প্রশাসনের রেহনুমা, রানার আপ যৌথভাবে একই বিভাগের ড. ইসরাত জাহান ও সাকিনা সুলতানা পমি।
বালক বিভাগে ছিল ব্যবসায় প্রশাসনের একাধিপত্য। এককে ব্যবসায় প্রশাসনের অর্ণবকে সহজেই সরাসরি সেটে হারিয়ে সেরা তারকার খ্যাতি অর্জন করেন একই বিভাগের রোহান। বালক দ্বৈতেও ব্যবসায় প্রশাসনের মুফরাদ- শোয়েব জুটি ২-১ সেটে ইংরেজি বিভাগের ইমরান- আবরার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, চারদিনব্যাপী এই প্রকিযোগিতায় সাদার্ন ইউনিভার্সিটির শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।