যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি’র সাথে কাজ করতে আগ্রহী জাতিসংঘ
দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যৌনহয়রানি প্রতিরোধে জাতিসংঘ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে কাজ করতে আগ্রহী।মিস. ক্রিসচিন হানটার, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইউএন উমেন, বাংলাদেশ গতকাল (১৩ মার্চ.) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি বক্তব্য প্রদান করেন। ক্রিসচিন হানটারের সাথে উপস্থিত ছিলেন মি. মাহতাবুল হাকিম, কোঅর্ডিনেটর-ইভিএডব্লিউ, ইউএন উমেন, বাংলাদেশ।
ইউজিসি চেয়ারম্যান তাঁর দপ্তরে ক্রিসচিন হানটারকে স্বাগত জানান এবং যৌনহয়রানি প্রতিরোধ সম্পর্কে ইউজিসি ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি বলেন যে, যৌনহয়রানি সমস্যা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয় বরং বিশ্বব্যাপী এক সমস্যা। যৌনহয়রানি সারা বিশ্বে ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাহিরে সংঘটিত হয়।
প্রফেসর মান্নান বলেন যে, যৌনহয়রানি প্রতিরোধের উত্তম পন্থা সামাজিক সচেতনতা গড়ে তোলা। তিনি আরও অবহিত করেন যে, বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যৌনহয়রানি প্রতিরোধ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যৌনহয়রানি প্রতিরোধের জন্য মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইউজিসি একটি নীতিমালা প্রণয়ন করেছে।