বেরোবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রংপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ গ্রহণ করে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মেডেল বিতরণ করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩য় বছরের মতো দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি করপোরেশনের মেয়র বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। রংপুরও এগিয়েছে। বর্তমান সরকারের আমলে রংপুরে অভ’তপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্ববিদ্যালয়, সিটিকরপোরেশন, বিভাগ সবই এই সরকারের অবদান। বর্তমান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয় এই অঞ্চলেরই মানুষ। সুতরাং আমরা রংপুরের মানুষ দেশের উন্নয়নে ইতিবাচক ভ’মিকা রাখতে পারি। তরুণদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে সমাজের উন্নয়ন ঘটাতে হবে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখবে। আনন্দ করবে। কখনো মন খারাপ রাখবে না। নিজের প্রতি আস্থা রেখে তোমাদের নিজের প্রতিভাকে বিকশিত কররে। সর্বপরি রংপুরকে ব্রান্ডিং করতে সকল ছাত্রছাত্রীর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মুহা: শামসুজ্জমান একই বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় রংপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।