প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর রাশিয়া
প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বিশাল এক দেশ রাশিয়া। অনন্য বৈচিত্র্যময় প্রকৃতির অপরূপ রূপের আধার , লীলাভূমি হল সোভিয়েত উত্তর রাশিয়া। দিগন্তের এক প্রান্ত হতে অন্য প্রান্তে
ঘুরে-বেড়িয়ে শেষ করা যায় না । একটা সময় ভাবা হতো উন্নতদেশে ঘুরে-বেড়ানো, ভ্রমণ শুধুমাত্র উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সময়ের পালাবদলে এখন সকলের সাধ্যের মধ্যে চলে এসেছে দেশে ও বিদেশে ঘুরে-বেড়ানো , ভ্রমণ করা। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ভ্রমণ পিপাষু মানুষের সংখ্যা। বিশ্বায়নের এ যুগে চাইলেই যে কেউ ঘুরে আসতে পারে উন্নত বিশ্বের যে কোন দেশে। ভ্রমণ খরচ বলতে লক্ষ টাকার মধ্যে সপ্তাহখানেক ঘুরে আসতে পারেন রাশিয়ায়।
রাজধানী মস্কো, ঐতিহাসিক সেন্টপিটার্সবাগ, অবকাশযাপন কেন্দ্র সচি, কাজান, নীঝনি নভগ্রত ও সাইবেরিয়াসহ আরও অসংখ্য শহর। তবে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো সময় হল মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, ব্যবসা-বানিজ্যসহ সব কিছুতে সমৃদ্ধ এক জনপদ রাশিয়া। সর্বোপরি, সবমিলিয়ে সপ্তাহখানেক ভ্রমণ করলে লক্ষ টাকার বেশি খরচ হবে না। তো চাইলেই ঘুরে-বেড়িয়ে আসতে পারেন ইউরোশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায়। রুশ সংস্কৃতি, প্রকৃতির সৌন্দর্য আর আতিথেয়তা প্রশস্ত করবে আপন মন ও চিন্তার জগৎকে। পরিচিত হতে পারবেন অসংখ্য বিস্ময়ের সাথে।