বেরোবি ছাত্রলীগের সম্মেলন ৩ এপ্রিল

স্থানীয় ব্যবসায়ী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গত ৪ মার্চ (শনিবার) শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা না হলেও স্থগিত কমিটিকে আগামী ৩ এপ্রিল সম্মেলন আহবান করার আদেশ দিয়েছে দলটি।

সোমবার ( ১৩ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক লিপিতে এ নির্দেশ দেওয়া হয়।

Post MIddle

এ শাখা ছাত্রলীগসূত্রে জানা যায়, গত ১২ মার্চ এ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদরে বায়োডাটা সংগ্রহে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়া হয়। এতে কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ ও জসীম উদ্দিনও রয়েছেন।

কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে কি না এ ব্যাপারে বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ইয়াজ আল রিয়াদের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি। স্থগিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, সংঘর্ষের পরের দিন সংগঠনটির কেন্দ্রীয় তিন নেতা এসে সরেজমিন তদন্ত করে যান। এদিকে চাঁদাবাজী ও দোকান ভাংচুরের দায়ে এ শাখার সভাপতি মেহেদি হাসান শিশিরের নামে রংপুর কোতয়ালি থানায় মামলা করেন দোকান মালিক।

পছন্দের আরো পোস্ট