বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক উদ্যোক্তা প্রতিযোগিতা শুরু

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত ইয়ুথফেস্ট শিরোনামে দুইদিন ব্যাপী তরুণদের অনুপ্রেরণা এবং রংপুরের আঞ্চলিক উদ্যোক্তা প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

Post MIddle

উদ্বোধনকালে তরুণদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, নিজের প্রতি আস্থা রেখে নিজের প্রতিভাকে বিকশিত করতে হবে। দেশের সেরা আইডিয়া তোমরাই আবিস্কার করতে পারবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্রান্ড ফোরামের সিইও শরীফুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।

পছন্দের আরো পোস্ট