ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের নটরডেম ইউনিভার্সিটির ব্যবস্থাপনা পরিচালক মিখাইল সুইকার-এর নেতৃত্বে ১৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ (১৩ মার্চ ২০১৭) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এসময় নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ফাদার জেমস্ ক্রুজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের নটরডেম ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী বর্বর পাকিস্তান বাহিনীর গুলিতে নিহত হন। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও সাধারণ মানুষের সার্বিক সমর্থন ও সহযোগিতার কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পছন্দের আরো পোস্ট