বাকৃবিতে ২৯তম রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছয় দিনব্যাপী ২৯তম রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে ৬৮ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।রোববার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষক-ছাত্র কেন্দ্রের কনফারেন্স কক্ষে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) সহায়তায় বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Post MIddle

জিটিআইয়ের পরিচালক প্রফেসর ড. এম মোজাহার আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জসিমউদ্দিন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আবদুর রহমান সরকার, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম ও ময়মনসিংহ রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।

এছাড়া প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবিবসহ রোটার‌্যাক্ট ক্লাবের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট