জাবি ক্যাম্পাসের প্রকৃতিক পরিবেশ রক্ষার দাবি

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ছাড়া অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ এবং ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।রোববার (১২ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধনকর্মসূচি অনুষ্ঠিত হয়।

Post MIddle

এতে ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যপক নাসিম আখতার হোসাইন বলেন, স্থাপনার নামে প্রকৃতিবান্ধবশিক্ষার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। প্রকৃতিকে ধ্বংস করতেদেবো না।

এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, সাবেক ডিন সৈয়দ মোহম্মদকামরুল আহছান, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগীঅধ্যাপক জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক আনিছা পারভীনজলীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট