৮ম ভাষা দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘পেরিয়ে এসো কৃষ্ণ প্রহর, শুভ্র প্রহর ডাকছে তোমায়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ডিবেটিং ক্লাব আয়োজিত “৮ম ভাষা দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৭”গতকাল (১১ মার্চ ২০১৭) শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, অমর একুশে হল ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ প্রমুখ।