শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব
রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব গত (৯ মার্চ) বৃহস্পতিবার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্লাবের সদস্যবৃন্দের সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে। ক্লাব ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোমেনা জীনাত।
অনুষ্ঠানে উপাচার্য কৃতী শিক্ষার্থীদের পদক প্রদান করেন এবং কোষাধ্যক্ষ তাদের ফুলের ছড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শাবিন রহমানসহ কয়েকজন কৃতী শিক্ষার্থী বক্তৃতা করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক সুলতানা ফারহানা ইয়াসমিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।