বশেমুরবিপ্রবিতে পরিসংখ্যান পরিবারে নবীনবরন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নবীনবরণ ও অন্তঃবিভাগীয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিকেল পাঁচটায় পরিসংখ্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড: খোন্দকার নাসিরুদ্দিন। অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ছাড়াও বিশেষ অতিথি ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ১ম পর্বে অতিথি ও শিক্ষবৃন্দের স্বাগত বক্তব্যের পর নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় ২য় বর্ষের শিক্ষার্থীরা। এরপর অন্তঃবিভাগীয় ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পরিসংখ্যান পরিবার। ছিলো নাচ, গান, কবিতা, একক ও দলীয় অভিনয়, র্যাম্প শো সহ চমৎকার সব পরিবেশনা। রাত সাড়ে দশটায় পরিসংখ্যান বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্যে তিনি সুষ্ঠু সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্যে ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।