খুবির ইংরেজি ডিসিপ্লিনে আন্তর্জাতিক সম্মেলনে নরওয়ের রাষ্ট্রদূত
গতকাল (১০ মার্চ ২০১৭) শুক্রবার বিকেল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও নরওয়ের ওসলো ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘ইবসেন এন্ড ফ্রিডম অব স্পিচ’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরওয়ের ইউনিভার্সিটি অব ওসলো’র সেন্টার ফর ইবসেন স্টাডিজ এর পরিচালক প্রফেসর ফ্রুদা হেলেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সাবিহা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক হামালনা নিজাম।
উদ্বোধন পর্বের পর এ উপলক্ষে চারুকলা ইনস্টিটিউট আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি নরওয়ের রাষ্ট্রদূত। পরে তিনি প্রদর্শনকৃত শিল্পকর্ম ঘুরে দেখেন। পরে সম্মেলনে প্রথমপর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফখরুল আলম।
এসময় ওসলো ইউনিভার্সিটির ড. রুথ স্কর, হংকং ওপেন ইউনিভার্সিটির প্রফেসর কোক-ক্যান ট্যাম, ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক কৃষ্ণা সেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক তপতী গুপ্তসহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে হেনরিক ইবসেন এর কালজয়ী নাটক এ ডলস হাউজ এর বাংলা নাট্যরূপ ‘নিনাদ’ মঞ্চস্থ করা হয়। অতিথিবৃন্দ নাটকটি উপভোগ করেন এবং কলাকুশলীদের প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে