চকরিয়ায় দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুর্নীতি দমন কমিশন উপজেলার শাখার উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১০মার্চ) সকাল ১০টায় পৌরশহরের চিরিঙ্গা সমিতি মার্কেট এলাকার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পৌর এলাকার চকরিয়া গ্রামার স্কুল, কোরক বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে নানান স্লোগান সম্বলিত ফেস্টুন-প্লেকার্ড ধারণ করে।
ধারণকৃত ফেস্টুন-প্লেকার্ডে উল্লেখযোগ্য স্লোগানসমূহের মধ্যে ছিল- “দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা- আসুন দুর্নীতিকে প্রতিরোধ করি”, “দেশ গড়ার প্রয়োজনে- দুর্নীতি রুখবো সর্বজনে” ইত্যাদি।