২১ মার্চ জাককানইবি শিক্ষক সমিতির নির্বাচন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২১ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বুধবার (০৮ মার্চ) রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক ড. সাইফুল ইসলাম শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক সংবাদ সম্মেলনে জানা যায়, আগামী ১৩ মার্চ সকাল ১১টা থেকে ১৬ মার্চ বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের নিকট থেকে আবেদনপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে।
এছাড়া ১৬ মার্চ সন্ধ্যা থেকে ১৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারবে।
আগামী ২১ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং বিকাল ৫টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে, জানায় নির্বাচন কমিশন।