মেয়ে নয়, মানুষ

সন্ধেবেলা দ্বারের বাহির

হতে পাবে ভয়
এই না হলে তারে কি আর
মেয়েমানুষ কয়!

রাস্তা যখন পার হবে সে
ধরবে স্বামীর হাত
ফিরতে দেরী হলে স্বামীর
থাকবে জেগে রাত,
বাচ্চা দিবে বছর বছর
চতুষ্পায়ীর মত
স্বামীসেবাই সকল সময়
হবে তাহার ব্রত।

Post MIddle

এই না হলে মেয়েমানুষ
আদর্শ সে নয়
ব্যতিরেক হলে তারে
পুরুষালি কয়।

যুগে যুগে এমন করেই
চলছে বয়ে ধারা
নারী যদি না জাগে তো
ভাঙবে নিয়ম কারা?

জাগরে মেয়ে দেখ রে চেয়ে
ঐ উঠেছে রবি
থাকিস না আর ঘরের কোণে
বদলে দে তুই ছবি,
মেয়েও নয়,নারীও নয়
মানুষ তোরা সবে
জাগলে তোরা এই কথাটি
তবেই প্রমাণ হবে।

পছন্দের আরো পোস্ট