ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান প্রতিনিধি দলের সাক্ষাৎ

জার্মান ইনস্টিটিউট অব ফুড টেকনোলজিস (ডিআইএল)-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভকার হেইন্স-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ (৮ মার্চ ২০১৭) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- একই প্রতিষ্ঠানের অর্থ বিভাগের পরিচালক ড. ক্রিশ্চিয়ান কিচের এবং ড. স্টিফেন বি. ইরমচের। এসময় জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল্লাহ খন্দকার উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মান ইনস্টিটিউট অব ফুড টেকনোলজিস (ডিআইএল)-এর মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন।

পছন্দের আরো পোস্ট