সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে হিউম্যান এইডের নারী দিবস উদযাপন
একঝাক তরুণদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘হিউম্যান এইড বাংলাদেশ’। বিগত আট বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদের কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছেন।হিউম্যান এইড বাংলাদেশের উদ্যোগে ও বীর প্রতীক কর্নেল দিদারুল আলম ফাউন্ডেশনের সহযোগিতায় কল্যাণপুর নতুন বাজর বস্তিতে আন্তর্জাতিক নারী দিবসআন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
হিউম্যান এইড বাংলাদেশ এর এডুকেশন ডিরেক্টর সুমাইয়া জাফরিন চৌধুরী এর ব্যবস্থাপনায় ও সংগঠনটির প্রেসিডেন্ট ডাঃ শেখ মইনুল খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল দিদারুল আলম (বীর প্রতিক) ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়য়ের আসিস্ট্যান্ট প্রফেসর নাহিদ ফারজানা, বিশিষ্ট সমাজ সেবিকা হালিমা বেগম ও স্বাধীনতা ব্লাড ট্রান্সফিউশন সেন্টার এর পরিচালক মাহমুদ হাসান নিশান।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে হিউম্যান এইড বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা ছাড়াও বস্তির নারীদের নিয়ে কেক কেটে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে দিবসটি উদযাপন করা হয়।