ইস্টওয়েস্টে সম্পদের অধিকার ও অর্থনৈতিক ফলাফল বিষয়ক সেমিনার
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌথ আয়োজনে ‘কন্ট্রাক্ট থিওরি, প্রোপার্টি রাইটস এন্ড ইকোনোমিক আউটকাম’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রেজওয়ান হক। যিনি গত বছর কন্ট্রাক্ট থিওরি’র জন্য অর্থনীতিতে নোবেল বিজয়ী অলিভার হার্ট এবং বেঙ্কট হোমস্ট্রর্ম এর সহযোগী হিসেবে কাজ করেছেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। আলোচক ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড. জামাল উদ্দিন এফসিএ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিচার্স ফেলো ড. নাজনীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
সেমিনারে বক্তারা চুক্তি তত্ত্বের ভিত্তিতে সম্পদের অধিকার কার্যকর করতে পারলে সমগ্রিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে গিয়েছে তাই সম্পদের অধিকার যথাযথ করতে চুক্তি তত্ত্বের আলোকে তা আইনানুগ ভাবে প্রয়োগের উদ্যোগ নিতে হবে। এতে করে অর্থনৈতিক ভাবে সবাই আরো বেশী উপকৃত হতে পারবে বলে সেমিনারে মতামত দেয়া হয়।