প্রামাণ্যচিত্র চির বিদ্রোহী সিডি’র মোড়ক উম্মোচন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায়  ভার্চুয়াল ক্লাসরুমে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র চির বিদ্রোহী’র মোড়ক উম্মোচন করেন  উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

Post MIddle

এসময় তাঁর সাথে ছিলেন  ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর। ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর প্রযোজনায়, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তুহিনুর রহমান (তুহিন অবন্ত)-এর চিত্রনাট্য ও পরিচালনায় চিত্রনাট্যটি নির্মিত হয়।

প্রামাণ্যচিত্রটি নির্মাণে উপদেষ্টা ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, গবেষণায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম। প্রামাণ্যচিত্র নির্মাণ কমিটিতে ছিলেন ড. মো. সাহাবউদ্দিন, তুহিন অবন্ত এবং রাশেদুল আনাম। চির বিদ্রোহী’র প্রচ্ছদ তৈরি করেন আল মঞ্জুর এলাহী।

পছন্দের আরো পোস্ট