কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘’বাঁধন’’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের সহায়তায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভের পাশে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়।ক্যাম্পেইনটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

উক্ত ফ্রি ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ‘’বাঁধন’’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Post MIddle

এ বিষয়ে জানতে চাইলে ‘’বাঁধন’’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের সভাপতি সুদিপ্ত তালুকদার বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন এই স্লোগানকে সামনে নিয়ে আজ আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করি।তিনি বলেন, রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে মূলত এই ক্যাম্পেইনের আয়োজন।

এ বিষয়ে জাককানইবি এক শিক্ষার্থী বাঁধন বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (১১তম ব্যাচের) অনেকেই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেনা। কিন্তু আজ ফ্রি ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে তারা তাদের রক্তের গ্রুপ জেনে নিতে পেরেছে।

উক্ত ফ্রি ব্লাড ক্যাম্পেইনে ৫৮০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

পছন্দের আরো পোস্ট