বেরোবিতে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক), বাংরারমুখসহ বিভিন্ন সংগঠন। মঙ্গলবার ( ৭মার্চ) বেলা সাড়ে ১১ টায় তারা ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এতে বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মশিউর রহমান, সদস্য তারিকুল ইসলাম, অবিনাশ চন্দ্র সরকার, সিরাজ উদ দৌলা প্রমূখ এবং সাংস্কৃতিক সংগঠন বাংলারমূখের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দফতর সম্পাদক নুর ইসলাম সংগ্রামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, অফিসার্স এ্যাসোসিয়েশন প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। এ দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দিষ্ট কোন কর্মসূচি ছিল না।##

পছন্দের আরো পোস্ট