বিশ্ববিদ্যালয়কে ১ লক্ষ ডলার অনুদান দিলেন প্রাক্তন রাবি শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর মুখতার মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়কে ১ লক্ষ ডলার সমপরিমাণ অর্থ দান করেছেন। প্রদত্ত অর্থ ব্যাংকে রেখে প্রাপ্ত লভ্যাংশের শতকরা ৯০ ভাগ দিয়ে বিভাগের অনার্স ও মাস্টার্স পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থী এবং পিএইচডি গবেষক ও শিক্ষকদের গবেষণার জন্য বৃত্তি প্রদান করা হবে। লভ্যাংশের অবশিষ্ট ১০ ভাগ প্রতিবছর মূল তহবিলের সাথে যুক্ত করা হবে।

Post MIddle

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে প্রশাসন ভবন অফিসে এ বিষয়ে চুক্তিপত্রে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে পরিসংখ্যান বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ ও দাতা প্রফেসর মুখতার মোহাম্মদ আলীর প্রতিনিধি মেরিন প্রকৌশলী মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রফেসর মুখতার মোহাম্মদ আলী ১৯৬৪ সাল থেকে কয়েক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনার পর বর্তমানে সেখানে অবসর জীবন-যাপন করছেন।##

পছন্দের আরো পোস্ট