চবি শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিংয়ের নিজ বাসায় এই শিক্ষকের লাশ পাওয়া যায়।
ড. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন ও গণিত বিভাগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সমর্থক হিসেবে পরিচিত। তার স্ত্রী প্রফেসর ড. শাহানারা বেগম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।
জানা যায়, বিকেল ৪টার দিকে ড. আবুল কালাম আজাদের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রী ড. শাহানারা বেগম। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।##