কুয়েটে আইডিএম ডিপ্লোমা কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মঙ্গলবার (৭ মার্চ ) বিকাল ৩ টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এর পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং প্রোফেশনাল ডিপ্লোমা এর জানুয়ারি সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আইডিএম বিভাগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

সভাপতিত্ব করেন আইডিএম এর পরিচালক প্রফেসর ড. কাজী হামিদুল বারী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইডিএম এর সহকারী অধ্যাপক এস এম তারিকুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলীসহ আইডিএম এর পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং প্রোফেশনাল ডিপ্লোমার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট