ইসলামী ব্যাংকের আরডিএস ফিল্ড অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) ফিল্ড অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ গতকাল (৫ মার্চ ২০১৭) রবিবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম।
আইবিটিআরএ’র মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ মাহবুব আলম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিসার্চ একাডেমির ডাইরেক্টর রিসার্চ ড. মোঃ মিজানুর রহমান। ব্যাংকের ৫২জন আরডিএস ফিল্ড অফিসার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।