ইবিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ (৬ মার্চ) সোমবার ২৩৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
সিন্ডিকেট সভায় সদস্য হিসাবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, অধ্যক্ষ, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ, ফলিত বিঙান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আলম, আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন নাহার, বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রনালয় (বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, অধ্যক্ষ, ছয়ঘরিয়া এ বি এস ফযিল মাদ্রাসা, অধ্যক্ষ, শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. এস.এম মোস্তাফা কামাল এবং সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ।
উল্লেখ্য যে ২৩০তম সিন্ডিকেট সভায় ১৭ জন সদস্যদের মধ্যে ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন। এবারে সিন্ডিকেটে ২০৪টি এজেন্টা ছিল।