৪৫০ কর্মকর্তা নিয়োগ দেবে পূবালী ব্যাংক

 

Post MIddle

তিন পদে ৪৫০ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। এর মধ্যে সিনিয়র অফিসার পদে ১০০জন, অফিসার পদে ১৫০ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার পদে ২০০ জনকে নিয়োগ দেয়া হবে।

পদ: সিনিয়র অফিসার
যোগ্যতা: এমকম, এমবিএস, এমবিএ, এমবিএম বা ফিজিক্স/ অ্যাপ্লাইড ফিজিক্স/ কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স/ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স/ স্ট্যাটিসটিক্স/ ইন্টারন্যাশনাল রিলেশনস/ইকোনোমিক্স/ এগ্রিকালচারাল ইকোনোমিক্স/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ ইংলিশে এমবিএ ডিগ্রি থাকতেহবে। শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকাযাবে না।
বেতন: এক বছর প্রবেশনারি অবস্থায় প্রতি মাসে সাকুল্যে ৩৫,০০০/ টাকা বেতন দেয়া হবে।

পদ: অফিসার
যোগ্যতা: এমকম, এমবিএস, এমবিএ, এমবিএম বা ফিজিক্স/ অ্যাপ্লাইড ফিজিক্স/ কেমিস্ট্রি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স/ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স/ স্ট্যাটিসটিক্স/ ইন্টারন্যাশনাল রিলেশনস/ইকোনোমিক্স/ এগ্রিকালচারাল ইকোনোমিক্স/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ ইংলিশে এমবিএ ডিগ্রি থাকতেহবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকাযাবে না।
বেতন: এক বছর প্রবেশনারি অবস্থায় প্রতি মাসে সাকুল্যে ৩০,০০০/ টাকা বেতন দেয়া হবে।

পদ: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার
যোগ্যতা: শুধুমাত্র স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। উচ্চতর ডিগ্রিধারীদেরআবেদন গ্রহণযোগ্য হবে না।
বেতন: এক বছর প্রবেশনারি অবস্থায় প্রতি মাসে সাকুল্যে ২০,০০০/ টাকা বেতন দেয়া হবে।

আবেদনের নিয়ম: যোগ্য প্রার্থীরা অনলাইনে পূবালী ব্যাংকের ওয়েবসাইটের www.pubalibangla.com/career.asp মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনকরা যাবে আগামী ১৬ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Click Here to Download Vacancy Announcement for Senior Officer and Officer.

 


Click Here to Download Vacancy Announcement for Trainee Assistant Teller.

 


Click here to apply for the post of Senior Officer/Officer/Trainee Assistant Teller.

 

পছন্দের আরো পোস্ট