নারী দিবস উপলক্ষে তিন দিনের কর্মসুচি ঘোষণা

এশিয়া সাউথ প্যাসিফিক এ্যাসোসিয়েশন ফর বেসিক এন্ড এডাল্ট এডুকেশন (এ্যাস্বে)-এর সদস্য সংগঠন, ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি), ‘নারী শিক্ষক অধিকার ফোরাম’, ‘মেয়ে শিক্ষার্থী বিকাশ কেন্দ্র’ আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে ৩ দিনের কর্মসুচি ঘোষণা করেছে। ৪ মার্চ শনিবার সকাল ১১টায় ১৩৭/৯ গ্রীণরোড, জাহানারা গার্ডেন, আইএইচডি মিলনায়তনে ‘নারী শিক্ষক, মহিলা অভিভাবক ও মেয়ে শিক্ষার্থীরা শিক্ষার উন্নয়নে কিভাবে পুরুষ সহকর্মী ও ছেলে সহপাঠীদের সাথে একযোগে ভুমিকা পালন করতে পারে’ শীর্ষক আলোচনা সভা, ‘বাধা উত্তরণে নারীর সাহসী পদক্ষেপ অপরিহার্য’ প্রতিপাদ্যে ৫ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ৮ মার্চ ফার্মগেটে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩টায় ‘ভারসাম্যপূর্ণ কাক্সিক্ষত জাতীয় উন্নয়নে নারী পুরুষের সম অবস্থান অনস্বীকার্য’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক প্রতিনিধি ও ছেলে-মেয়ে শিক্ষার্থীরা এসব কর্মসুচিতে অংশ নেবেন।

পছন্দের আরো পোস্ট