রাবিতে জব ফেয়ার শুরু শনিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার থেকে শুরু হতে যাচ্ছে চতুর্থ আরইউসিসি জব ফেয়ার ২০১৭। শনিবার সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাবি ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) সভাপতি কাজী মাহমুদ দীপ।
আরইউসিসি’র উদ্যোগে ও রাবির ছাত্র উপদেষ্টা দফতরের সহযোগিতায় চতুর্থবারের মতো বসতে যাচ্ছে চাকরির এই মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি চলবে। রাবিসহ যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় সিভি জমা দিতে পারবেন।
এতে ক্যারিয়ার বিষয়ক ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের মেলায় দেশের প্রায় ২৫টি কোম্পানি অংশ নিচ্ছে। কোম্পানিগুলো সরাসরি সিভি সংগ্রহ করে চাকরির তথ্য প্রদান, সেরা চাকরীপ্রার্থীদের বাছাইকরণ এবং সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ প্রদান করবে।#