ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে যোগদান অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ‘কাজী মোতাহার হোসেন অধ্যাপক পদে’ ড. এম. আতাহারুল ইসলামের যোগদান উপলক্ষে গতকাল (২ মার্চ ২০১৭) বৃহস্পতিবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: ইশরাত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ। ‘কাজী মোতাহার হোসেন অধ্যাপক পদ’ এর কার্যক্রম শুরু হলো অধ্যাপক ড. এম আতাহারুল ইসলামের নিয়োগের মধ্য দিয়ে।