জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিকে নোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. হারুন-অর-রশিদ ও জনকণ্ঠ পত্রিকার বিশিস্ট সাংবাদিক স্বদেশ রায়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। গতকাল বুধবার (০১.০৩.১৭) সকালে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সঙ্গে তার নগর ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচিত হওয়ায় প্রফেসর ড. হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছ ও প্রাণঢালা অভিনন্দন জানান নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এদিন বিকেলে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান রাজধানীর বাংলামোটরস্থ জনকণ্ঠ অফিসে যান। সেখানে তিনি এবারের একুশে পদক বিজয়ী জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।