আমার কাল

দিন চলে যায় রাত আসে
কখনো চাঁদ কখনো সূর্য
দিগন্তের পথে মিলিয়ে যায়।
মহাকালের বেহায়াপনা খেলা
মৃত্যুর পথে টানে অবিরত।
ভাঙা গড়ার খেলায় গা ভাসিয়ে
চিরজীবী থাকতে চাই
ছুটতে চাই সংসারের টানে।

Post MIddle

বটতলার কাহিনী শুনেছি
চুল-দাঁড়ি পাঁকা বুড়ো দাদুর কাছে
সেই নদীর গল্প-
যেখানে আজ বিশাল শহর হয়েছে।
গ্রামের ঘন জঙ্গলের কথা
ভূতুরে সেই পোড়া বাড়ির কাহিনী
কখনো বা বিলেতের গল্প।

একদিন দাদু বললো রাণী ভিক্টোরিয়ার কথা
দু-চারটি তামার কয়েন দেখিয়ে বলেছিলো
ইংরেজীওয়ালা আর উর্দূভাষীদের কথা।
দাদুও অনবরত উর্দূ বলতে পারতো
কিন্তু এখন বাংলা বলে।##

  • ফারুক খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পছন্দের আরো পোস্ট