নর্থওয়েস্টার্ন মেডিকেল রিভিউ এর প্রেসিডেন্ট ঢাকায়
ড. জাহান ইফতেখার, প্রেসিডেন্ট, নর্থওয়েস্টার্ন মেডিকেল রিভিউ (এনএমআর), মিশিগান, আমেরিকা আন্তর্জাতিক মেডিকেয়ার লিমিটেডের গ্লোবাল প্রফেশনাল টেস্টিং সেন্টার এর আমন্ত্রনে সম্প্রতি ঢাকায় এসেছেন।
তিনি আগামী ৪ মার্চ পযর্ন্ত ঢাকায় অবস্থান করবেন। এনএমআর হলো ৩০ বছরের একটি পুরানো প্রতিষ্ঠান যা আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষত আমেরিকার মেডিকেল লাইসেন্স পরীক্ষা নিয়ে থাকেন।
এই সময়ের মধ্যে তিনি বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করছেন। এছাড়া, তিনি আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং কানাডা মেডিকেল লাইসেন্স পরীক্ষার উপর সম্যক ধারণা প্রদান করবেন।
তাঁর মতে, এই সমস্ত দেশগুলোতে আগামী ২০২০ সাল নাগান প্রায় লক্ষাধিক ডাক্তার প্রয়োজন হবে যা বাংলাদেশী নব্য ডাক্তারদের জন্য একটি বড় সুযোগ। এটা তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।
তিনি আরো বলেন-এটি একটি সময়োপযোগী সুযোগ, যা থেকে লাভবান হবে এদেশের চিকিৎসকরা।