নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন ৩০ মার্চ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের সম্ভাব্য তারিখ আগামী ৩০ মার্চ ২০১৭। সমাবর্তনে নিবন্ধনের তারিখ ২৬ ফেব্রুয়ারী হতে ১৫ মার্চ ২০১৭ পর্যন্ত। যেসব শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে তারা নিবন্ধন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখায় ও নোবিপ্রবি ওয়েবসাইটে নিবন্ধন ফরম পাওয়া যাবে। নিবন্ধন ফি স্নাতক ও স্নাতকোত্তর আলাদাভাবে ৩ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর যৌথভাবে ৪,০০০.০০ (চার হাজার) টাকা।

Post MIddle

অগ্রণী ব্যাংক নোবিপ্রবি শাখার ‘সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১’ হিসাব নম্বরে অগ্রণী ব্যাংকের যেকোন শাখায় ফি জমা দেয়া যাবে। নিবন্ধন ফরম হাতে পূরণ ও সংশ্লিষ্ট জায়গায় ছবি সংযুক্ত করার পর স্ক্যান কপি JPEG/JPG/PDF ফরমেটে kabir@nstu.edu.bd এ ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের subject হবে ‘Convocation’। একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমা দেয়ার ব্যাংক রশিদের স্ক্যান কপিও প্রেরণ করতে হবে। গাউন সংগ্রহের সময় অবশ্যই ব্যাংক রশিদের মূল কপি জমা দিতে হবে। উল্লেখ্য, ইতিপূর্বে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd

পছন্দের আরো পোস্ট