শাবিতে নোঙ্গর পুনর্মিলনী ও কনসার্ট ৩ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল সংগঠন নোঙ্গর এর পুনর্মিলনী উপলক্ষে সংগঠনটি আগামী ৩রা মার্চ (মঙ্গলবার) কনসার্ট এর আয়োজন করেছে। ওইদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

Post MIddle

পুনর্মিলনীর আনুষ্ঠানের আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০ টায় সংগঠনের সাবেকদের বরণ করে নেওয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু, ১১ টায় উপাচার্য ড. মো. আমিনুল হক ভুইয়ার উপস্থিতিতে কেক কাটা ও আনন্দ র‌্যালী এবং বিকাল ৩ টায় থাকছে প্র্যাকটিস প্যাড ভিজিট। বিকাল ৪টায় শুরু হবে মূল কনসার্ট। কনসার্টে নোঙ্গরের সাবেক সদস্যরা ছাড়াও বাংলাদেশের ২টি জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস এবং ইনডালো (জন কবীর) সংগীত পরিবেশন করবে।

নোঙ্গরের সাধারণ সম্পাদক লোশানুর রহমান জানান, “পরাধীনতা শিকল ভেঙ্গে যাক সংস্কৃতির ছোয়ায়” এই শ্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে নোঙ্গর। এরই ধারাবাহিকতায় এই পুনর্মিলনী। লোশান আরো জানান, পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এই কনসার্টটি থাকবে সকলের জন্য উন্মুক্ত।##

পছন্দের আরো পোস্ট