টিম এক্সকারশন ১৬ এখন সিলেটে
টিম এক্সকারশন ১৬ এখন সিলেটে। তারা এসেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিজনেস স্টাডিজ অনুষদ থেকে উদ্দেশ্য ১৫ দিনের দেশ ভ্রমন।ভ্রমনের শুরুর গল্পটা ছিল এমন ২৬ তারিখ সন্ধ্যা সবাই তরি ঘড়ি করে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ঢাকা তারপর আবার অন্য ট্রেন ধরে সিলেট।
সিলেট নেমে একটু রেস্ট নিয়ে গ্রুপ হয়ে বের হয়ে শুরু হয় ঘুরাঘুরি। প্রথমদিনে জাফলং,শাহ জালাল,শাহপরাণের মাজার হয়ে শাবি ক্যাম্পাসে এসে শেষ হয়।সারাদিনের ক্লান্তি শেষে একটু ঘুম।সকালে উঠেই বিছানকান্দি তারপর রাতারগুল, জিনিস পত্রের দাম বেশী হওয়ায় সিলেট থেকে ফিরার পথে ব্যাগ হালাকা ছিল সবারই।##