ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ ফেব্রূযারী) বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদের দিনব্যাপী জাতীয় কাউন্সিল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সংগঠনের সভাপতি এস, এম জয়নুল আবেদীন জেহাদী সভাপতিত্বে কাউন্সিলে স্বাশিপ এর কেন্দ্রিয় সহ-সভাপতি প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, মাওঃ আব্দুর রাজ্জাক জেহাদী এবং জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী প্রমুখ বক্তব্য রাখেন ।

Post MIddle

প্রধান অতিথি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু তাঁর বক্তব্যে বলেন যে, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আন্দোলন, সংগ্রাম করে দাবী আদায়ের সুযোগ নেই। জাতীয় উন্নতির জন্য মান উন্নত শিক্ষা অপরিহার্য এবং শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা মুখ্য তা তিনি বিশ্বাস করেন বলেই কোন আন্দোলন ছাড়াই শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। স্বাশিপ এর লক্ষ্য শিক্ষা পূর্ণ জাতীয়করণ। এর  ক্ষেত্র প্রস্তুত করার জন্য স্বাশিপের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা প্রয়োজন।

কাউন্সিলে সারা দেশ থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহনের মাধ্যমেএস, এম জয়নুল আবেদীন জেহাদী কে সভাপতি এবং মাওঃ মোঃ সামসুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটি গঠন করা হয় ।##

পছন্দের আরো পোস্ট