নোবিপ্রবিতে ফার্মেসী ৭ম ব্যাচের বিদায় সংবর্ধনা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ৭ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৭.ফেব্রুয়ারি) সকালে হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ফার্মেসী বিভাগে এর আয়োজন করে।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সহকারী অধ্যাপক আ ফ ম শহীদ-উদ-দৌলা, প্রভাষক মোঃ ইমদাদুল হক খান এবং ফার্মেসী ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ৭ম ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্য মহোদয়কে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।##