চুয়েটে প্রিমিয়ার লীগ ক্রিকেট উদ্বোধন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ চুয়েট প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেট রবিবার (২৬ ফেব্রুয়ারি) তারিখে শুরু হয়েছে। কেন্দ্রিয় খেলার মাঠে লিগের উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ডেপুটি ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম. সাদিকুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডা: মীর মুরতজা রেজা খান প্রমুখ।
সিপিএল’র তত্ত্বাবধানে আছেন ডেপুটি চীফ শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব নির্মুল কুমার বড়–য়া এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: জসীম উদ্দিন। লিগে শিক্ষক-ছাত্রদের নিয়ে গড়া ১৬টি টিম অংশ নিচ্ছে। ##