খুবিতে গ্লোবাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত
সোমবার (২৭ ফেব্রুয়ারি) তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের উদ্যোগে গ্লোবাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ মুরছালিন মামুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও সেন্টার ফর কিউএমএস এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাধন কুমার ঘোষ বক্তব্য রাখেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন বর্জ্যকে পরিশোধন ও পুনরায় ব্যবহারের মাধ্যমে পরিবেশের ব্যাপক ক্ষতি মোকাবেলা করতে পারি সে বিষয়ে পরামর্শ দেন। এছাড়া তিনি ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয় ও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কাজের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার আহবান জানান। এরপর প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ড. শিল্পী রায়।
এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনে শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাধন কুমার ঘোষ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।##