এবিবির পক্ষ থেকে চুয়েটকে ১০ লাখ টাকার প্রোডাক্টস হস্তান্তর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-কেএবিবি(ASEA BROWN BOVERI)’ কোম্পানির পক্ষ থেকে অনুদান হিসেবে প্রদত্ত প্রায় ১০ লাখ লো ভোল্টেজ প্রোডাক্টস হস্তান্তর অনুষ্ঠান অদ্য ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। চুয়েটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব বৈদ্যুতিক সামগ্রী গ্রহন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েট সরকারের আর্থিক বরাদ্দের উপর নির্ভরশীল। বেসরকারি অনুদান-পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা এ নির্ভরতা কমাতে পারি। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে। এবিবির পক্ষ থেকে যেসব সামগ্রী প্রদান করা হলো তা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার অগ্রযাত্রায় কাজে আসবে। আগামীদিনে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে বলে আমরা আশা করি।

এ উপলক্ষে চুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সিমুলেশন ল্যাবে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। অইই’র পক্ষ থেকে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রি ডিভিশনের ইলেকট্রিফিকেশন প্রোডাক্টস ইঞ্জিনিয়ার ইমতিয়াজ হোসাইন, টার্বোচার্জিং সার্ভিস স্টেশন, চট্টগ্রাম-এর সার্ভিস ম্যানেজার আবিদুর রহমান এবং উক্ত স্টেশনের কমার্শিয়াল অফিসার জনাব রতন চক্রবর্ত্তী। সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেহেদী হাসান চৌধুরী।

পছন্দের আরো পোস্ট