রাবি ছাত্র ফেডারেশনের সম্মেলন ১৭ মার্চ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ। বৃহস্পতিবার লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, দুইদিনব্যাপী এ সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনসহ ও সামনের দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় রাবি শাখা ছাত্র ফেডারেশন। গত ২১ ফেব্রুয়ারি ষষ্ঠ কমিটির সদস্যদের এক সভায় এ গৃহীত হয়।
সভায় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জলকে কমিটির আহ্বায়ক, নূরুল নাহিদকে যুগ্ম আহ্বায়ক ও তমাশ্রী দাসকে সদস্য সচিব করে এ সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়।
সপ্তম সম্মেলন প্রস্তুতি কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক সবুজ সেন, অর্থ উপ- আহ্বায়ক সুব্রত কর্মকার, প্রচার ও প্রকাশনায় বিশ্ববিদ্যালয় উপ-আহ্বায়ক সুমন মোড়ল, দলিল ও দস্তাবেজের উপ-আহ্বায়ক রাশেদ রিমন, আপ্যায়ন ও ব্যবস্থাপনায় উপ-আহ্বায়ক কনক খান প্রমুখ।