বি এক্স-রোভার এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্স-রোভার এ্যাসোসিয়েশন (জটঢজঅ)-এর বার্ষিক পুনর্মিলনী ও সাধারণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের সভাপতি মাসুদ রেজা চৌধুরী, প্রাক্তন রোভার প্রফেসর মো. সেলিম রেজা ও রাবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ম. নাসিম রেজা বক্তৃতা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন সিনিয়র রোভারমেট মো. আব্দুল আলিম খান।