নর্দানে আইন অনুষদের গ্রাজুয়েশন সমাপনী
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ আইন অনুষদের এল এল বি(সম্মান) ও এল এল এম ডিগ্রী সমাপনী উপলক্ষে গ্রাজুয়েশন সমাপনী আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপ®িহত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন, উপ-উপার্চায প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের প্রবীন আইন শিক্ষাবিদ ও নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের আইন অনুষদের ডীন প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক ।
সুপ্রিম কোট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে আইনজীবীদের একটি জাতির সামাজিক প্রকৌশলী হিসেবে অভিহিত করে বলেন, আইনের ছাত্রছ্ত্রাীদের কে আন্তর্জাতিক মানের আইন পেশায় নিয়োজিত হতে হবে এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমাজে আইনের শাষন প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মাঝে ডিগ্রী প্রদান এবং একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ডিনারেরও ব্যব®হা করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা বিলকিস সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।